টু-লাইনার ৩০১-৩০৫
- ফয়েজ উল্লাহ রবি

সনদধারী কবি ওরা, আছে সেরা কবির সনদ,
লেখা যেমন-তেমন ভাব খানা দেখে মনে হয় বলদ।

সনদে সনদে ছেয়ে গেছে কবি কবিতার মাঠ
আসল কবি পাওয়া দায়, যার কবিতা করে লোক পাঠ।

কবি নিজের মতো করে আঁকেন ছবি নিজের কল্পনায়
ভাবি আমরা শুধু, কেমন করে এমন হয়, থাকি জল্পনায়।

লেখার লেখা লিখছি কতো হচ্ছে কী আর কাব্য
আছে কবির সাটিফিকেট, মহান উনি কবি নব্য।

মরলে কবি খুঁজবে কবির সাথে আছে কি ফেলফি
দুই লাইন লিখে পোষ্ট, পাচ্ছেন লাইক কমেন্ট ফ্রি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।