টু-লাইনার ৩০৬-৩১০
- ফয়েজ উল্লাহ রবি
কি দারুণ! ছবি তোমার নজর যেন ফেরেনা,
এমন সুন্দর থেকো তুমি নজর যেন লাগেনা।
দুঃখের পরে সুখের আগমন, কভু তা মানতে চায় না এই মন।
সুখ দূরে দূরে পালিয়ে বেড়ায় তাই তো করেছি দুঃখকে আপন।
বাস্তবতা সে যে বড় কঠিন সামনে আসছে আরও কষ্টের দিন।
কি ভাবে যে কী করে---করবে গবীর শোধ তার ঋণ।
অনেক হলো মান অভিমান হলো অনেক নালিশ
এবার থামুন হজ্ঞলে আমি বললাম মালিশ।
আগে আসলে আগে চলে যেতে হয় কভু মানি তা আমি,
কে আসবে-থাকবে কে চলে যাবে জানে তা অর্ন্তজামী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।