টু-লাইনার ৩২১-৩২৫
- ফয়েজ উল্লাহ রবি
ইচ্ছে তো হয় নিয়ে যেতে, যদিও থাকে বাধা,
লোক চক্ষুর অন্তরালে তবু একেলা কাঁদে রাধা।
চাতক হয়ে খেয়ে নেবে জল থাকবে কি আর বাকী
শূন্য হয়ে পরে র’বে! অবশেষে পাবে শুধু ফাঁকি।।
চোখের ভাষায় পায় যে প্রকাশ মনের গভীর কথা
চোখ গেল চোখ গেল বলে কাঁদে প্রাণের সখা।
অনেক গুলো লিখে চিঠি তোমায় করলাম প্রেম নিবেদন
মেনে নাও কবুল করো এই আমার আকুল আবেদন।
মুখের কথায় মন কেঁড়ে নেয় হাসি দিয়ে প্রাণ,
মানুষ নামের যন্ত্রটা বদলে গেছে নেই যে কোন মান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।