টু-লাইনার ৩৩৬-৩৪০
- ফয়েজ উল্লাহ রবি

দূর প্রবাসে আছি আমি, আছি অনেক দূরে,
কোন কাজে লাগতে পারি কিনা ঘুরে-ফিরে।

প্রবাস!!!ইচ্ছে থাকলেও প্রিয়জনের হয় না দেখা
পড়ে থাকে প্রবাসে শুধু বদলাবে বলে হাতের রেখা।

অন্য কে বিলিয়ে ভালবাসা নিজের জন্য শেষে,
সত্যিকারের পায় গো প্রেম তব মন অবশেষে।

স্বপ্নে দেখে বেঁচে থাকে স্বপ্নেতে যায় মরে,
স্বপ্নহীন জীবন যেন ঘোর আঁধারে।

মন খারাপের সংজ্ঞা কি গো কেন মন খারাপ হয়,
সুখ-দুঃখ, কান্না-হাসি, হারজিৎ তবু মন পাগল নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।