টু-লাইনার ৩৪৬-৩৫০
- ফয়েজ উল্লাহ রবি
এক হাতে রণ তূর্জ অন্য হাতে বাঁশি নিয়ে ফুটালে ভালবাসার ফুল
তোমার সৃষ্টিতে অমর হয়ে রইলে, মানুষের অন্তরে কাজী নজরুল।
তোমার কন্ঠে মুক্তিকামী মানুষের মনের কথায় ভেঙ্গেছে বিশ্বের ধ্যান
পরম বন্ধু তুমি বাংলাদেশের (বব ডিলান) রবার্ট অ্যালেন জিমারম্যান।
মনের ভাব ছন্দে সাজালেন কাব্য নীড়
শুভেচ্ছা শুভ জন্মদিন -সরকার মুনীর।
ছড়া যদি হয় কবিতার আদি-পিতা
গল্প কি তা হলে উপন্যাসের মিতা।
আজ চাঁদ পৃথিবীর কাছা-কাছি হয়ে যাবে সমান্তরাল,
“সুপার মুন” দেখতে আসো দুঃখ গুলো করে আড়াল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।