লাশেরা এখন অাবর্জনা স্তুপে থাকে
- নাহিদ সরদার

লাশেরা এখন আবর্জনাস্তুপে থাকে
মো: নাহিদ সরদার
গতকাল আবর্জনাস্তুপ পোড়াতে গিয়ে
শ্মশানের কাছে দাঁড়িয়ে
যে গন্ধ শিখেছিলাম
সেই গন্ধটা আবার শিখতে হলো
বুঝে নিলাম মনের অজান্তে
একটা লাশ পুড়িয়ে ফেলেছি,
লাশগুলো যে কেন কবর, কফিন শ্মশান
ফুঁড়ে আর্বজনায় এলো?
আচ্ছা পৃথিবী বলোতো
লাশেরা কি এখন আবর্জনায় থাকে?
শীতের সকালে হাতটা ছেঁকে নিতে গিয়ে
পঁচিশ বছর বয়সি হাতে লাশ পোড়াবো ভাবিনি।
১১/১১/১৬ ইং শুক্রবার
সকাল,১১:৩০ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।