মেয়ে তোর জন্য
- মনিরা বাকী

মেয়ে তোর জন্য পরাণ আমার কাঁদে,
দ্যাখ না চেয়ে
তোর হৃদয়ের রক্তে রাঙ্গা
আঁচলখানা উড়ছে আমার কাঁধে ।

মেয়ে তোর কষ্ট কালো চোখে
দ্যাখ না চেয়ে
নীল জোছনা রাখছে
আমায় ঢেকে ।

ও মেয়ে তোর বিষাদ
চোখের কাজল,
কেমন করে ছুঁয়েছে যে
আমার মনের আঁচল !

ও মেয়ে শোন এই আমি যে
তোর জন্যই কাঁদি,
নীল যমুনার সবটুকু জল
এই বুকেতে বাঁধি ।

ও মেয়ে শোন জানি আমি খুবই
জানবি না যে তুই কোনদিন
বর্ণমালার এই যে বিষাদ তোর নামেতেই
রেখে গেলাম চুকাতে সব ঋণ ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০২-০৩-২০১৪ ০১:২১ মিঃ

নারীর কন্ঠে পুরুষালী বাণী - ভালোই লাগলো :-)

০৯-০২-২০১৪ ২০:০২ মিঃ

ধন্যবাদ @atoshi_hasan ।

০৯-০২-২০১৪ ১৩:২৩ মিঃ

ভাল লাগল।।