অামার খিদে নেই
- নাহিদ সরদার

আমার খিদে নেই
মো: নাহিদ সরদার

ইটের খাড়ি তার উপর
রাস্তার পাগল,
নিচে দশ বার জন শিশু প্রত্যেকের হাতে
নুড়ি,খোয়া, ঢেলা, ডাল
আর পাগলের মাথায় কলার বাসনা পেছানো
কালো অথচ বাংলাদেশ মুখ তাঁর
হাঠাৎ অট্টহাসিতে গরিবের দোরগোড়া থেকে
শুরু হলো পাগলের যথার্থ প্রলাপ
চেঁচিয়ে বললো,
এক সপ্তাহ খায়নি আমি কিছু
পরিনি পোশাক প্রিয়- মনে নেই কতকাল
তবুও খিদে নেই, চাওয়া নেই, পাওয়া নেই
ওদের আছে খিদে
যদিও আছে ভুরিভুরি
ওরা,রাস্তার ইট,বালু সিমেন্ট খায়
সেই সাথে খায় রেশমের চাল গরিবের ভাতা
বিধবার পেনশন, শীত বস্ত্র,
কৃষকের হেমন্তী উঠোন
আর প্রতিনিয়ত পান করে গরিবের ঘাম।
তবুও ওদের মেটেনা খিদে,
আমিতো খাইনি কতকাল
তবুও ওদের মতো খিদে নেই
আমি যে বলতে শিখেছি
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
৬/১১/২০১৬ ইং
রবিবার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।