পাগল যৌবন
- ফাইয়াজ ইসলাম ফাহিম

যৌবন নৃত্য করিতেছে
পায়ে নূপুর দিয়ে!
ইন্দুরাণী কে বিয়া করবে
সেই আশ নিয়ে?

যৌবন বড্ড পাগল
শোনে না কোন বাণী!
উঠতে-বসতে,চলতে-ফিরতে
যৌবন ইন্দুরাণী কে চায় আনি?

ইন্দুরাণী করে করে
যৌবনের তেজ গেছে ছুটে!
যৌবনের নিস্তেজ শরীর
মাটিতে আছে লুটে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।