সমকালীন ছড়া - মাওলানা ভাসানী
- ফয়েজ উল্লাহ রবি
যদিও তোমায় ভুলে গেছে অনেকে, মনে রাখেনি
আদর্শে বেঁচে আছ তুমি, আমরা তোমায় ভুলিনি,
হে মহান, খ্যাতিমান্ ইতিহাসে অমর তুমি-
মজলুম জননেতা মাওঃ আবদুল হামিদ খান ভাসানী।
তোমার অবিভক্ত বাংলার স্বপ্ন হয়তো হবেনা পূর্ণ
হারিয়েছি পথ, তোমার আদর্শ, তাই মোরা শূন্য,
হে মহান নেতা মাফ করো আমাদের ভুল-
তোমার জন্ম এই বাংলায় তাই আমরা হয়েছি ধন্য।
(জন্ম-১২ ডিসেম্বর ১৮৮০, মৃত্যু-১৭ নভেম্বর ১৯৭৬)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।