সমকালীন ছড়া - রোহিঙ্গা
- ফয়েজ উল্লাহ রবি
শবের দু’চোখ উপড়ে
ফেলে দিলে ধানক্ষেতে,
মানবতা ভুলে হত্যার
উৎসবে আছ মেতে।
“জীব হত্যা মহাপাপ”
তোমার ধর্ম বলে,
ধর্মের আড়ালে কোন কর্ম-
বলে, এমন চলে।
শিশুর মাঝে বিরাজ করে
আল্লাহ ঈশ্বর ভগবান্,
সেই শিশুকে হত্যা করে
হচ্ছো তুমি বেগবান্।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।