তুমিই আমি
- এস.এম. আরিফ - মৃত্যু
করবে না কাজ হাত আমার,
লিখতে কোন লিখন !
বলবে তো আজ মুক্তি আমি
বিদায় প্রাণ প্রিয়!
.
ঝরবে অশ্রু অঝরভাবে
দিবে আখি অভিশাপ!
বলবে কেন হারালি অভাগা
আমার প্রিয় সব !
.
ফুসফুস হয়তো করবে অনশন,
জোগাতে অশেষ বায়ু,
যাতে আগে প্রকাশ করতাম,
সকল কাজ আমার স্নায়ুর!
.
জিহ্বা আমার যাবে ঘুমিয়ে,
জীবনটা যাবে কেটে!
তবুও হয়তো তার তন্দ্রা,
যাবে না আর ভেঙে !
.
সবার কাছে অনুরোধ যদি,
করে ব্যাথিত হৃদয়!
সমস্বরে বলবে সবাই,
আমরা পূর্ণতা চাই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।