বিরহে তুমি
- এস.এম. আরিফ - মৃত্যু
দ্রমের তলে গাঙের ধারে নিশিতে নিরালায়,
দমে দমেই করছি গ্রহণ অসীম শূন্যতা!
মুহূর্ত তখন ছিলো আমার চরম পুলকিত,
যখন তুমি হস্ত ধরে করেছিলে শির নত!
.
যখন তুমি রাখলে মাথা করে বাহুতে ভর,
বিশ্বাস কর হৃদয়টা মোর ছিলো না ভিতরে আর!
পূর্নিমাতে নিশ্বাঃস তোমার, করছিলো গ্রহণ কাদ,
তখনই আমার ভেঙেছিলো ভালবাসার বাধ!
.
হচ্ছে স্মরণ বিষণভাবে তোমার উক্তিটা,
যখন তুমি চেয়ে ফেললে ঐ ক্ষুদ্র নক্ষত্রটা !
বললাম আমি ধরব তারা, রাখব তোমার পাশে
তারার আলোয় ভাসব ভাল এই পরীটাকে!
চাইলে তুমি চাঁদটাকেও রাখব পানের বদল,
যাতে আমরা করব পূর্ণ শুভদৃষ্টি গ্রহণ!
.
দেখ তুমি, করো লক্ষ্য একটুকরো মেঘ
খেলব আমারা কানামাছি তাহার পৃষ্ঠদেশ!
.
ঐ যে দূরে, ঐ দেখা যায়, ঐটা কী গো সোনা?
আরে বোকা ঐটা তো মোদেরই ভালবাসায়
বোনা!
রন্ধ্রে রন্ধ্রে গ্রহ তারা বুনন করেছি সেথা,
কখনো কভু ছাড়বে নাক, এক ভালবাসায় বোনা!
.
বোকার মত পলক ফেলে বললে আমায়
দেখো.
ওরাও বুঝি মোদেরইই মত , ছাড়বে না কখনো?
এই বুকে ঝড়ঝান্ঝা আঘাত করুক যত!
.
শতদলে ব্যাঙেরা গ্যাঙর গ্যাঙর ডাকে,
বললে দেখো ঐযে ওরাও প্রেম করছে
জলে!
আমরা দুজন দ্রমের তলে, ব্যাঙরা তখন জলে
তখন বুঝি করছে পাখিরা প্রেম, আপন আপন
নীড়ে!
.
চাদ তারা মহাকাশে, জোনাকি ঝোপের ধারে
আমি তুমি স্থলে বসে, জ্ঞানী গভীর ধ্যানে!...
আমি এখন একা বসে সেই গাঙেরই পাড়ে,
কখন মরণ দিবে থাবা, আমার আপন ঘাড়ে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।