উদ্দেশ্য তুমি,বিধেয় আপনি
- এস.এম. আরিফ - মৃত্যু

.
আপনি গুরু যে সিন্ধুর একমাত্র মাঝি,
সেই তীরের পদচিহ্ন আপনার,
না পারিলাম এখনো দেখতি!
.
আপনি যে তরির বক্ষের উপর চড়ি,
করেন বিচরণ ঐপূর্ণ পারাবার ধরি |
আমি গুরু বাসনা করিনা,
বাইতে তোমার তরি!
ইচ্ছে হয় পারতাম যদি,
টানতে তরির দড়ি |
.
আপনি গুরু যে নদীর
উজানে করেন স্নান,
পারিতাম যদি ভাসাতে গা
ঐ তটিনীর ভাটি !
.
হয়তো আপনি করেন পান অমৃত সুধা,
আমি কী অভাগা করিব বাসনা
ভক্ষণ করিতে ইহা...?
.
আপনার বাটির উজান থেকে
যে সুভাশ আসে,
সাধ জাগে তা ধরিতে,
ভাটিতে কোথাও বসে |
.
আছে কী সাধ্য দেখার আমার
কী ভঙ্গির ধ্যান ?
অহেতুক আমি করি আনাগোনা,
বাড়াইতে মোর জ্ঞান |
.
ধর্য্যেও যে মহত্ত আপনি,
কোথাও কমতি নাই ,
পরিলাম আমি বিপদে এবার
তুলনা কোথাই পাই ..?
.
আশার সিন্ধু পাড়ে আমি
দাড়িয়ে আছি সধাই!
আশাই তো আমার একমাত্র ভেলা,
আর যে কিছুই নাই|
.
হয়তো আমি পারলাম না করতে
(প্রকাশ) আপনার মহৎ গুণ!
আপনি তো মহৎ, দয়াল,
ক্ষমা করিবেন এই ভুল! !
...........
.
তাই বলে সহানুভূতি দেখাবেন না ...
একদমই পছন্দ করি না...!
.বাচতে হলে বীরের মত বাচব,
কিন্তু ভিক্ষুকের মত হতে চাই না..!!!!
.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।