ব্যাচেলর সুখ
- এস.এম. আরিফ - ধোঁয়া
নির্জন কোথাও বসে,
নিজের অনিচ্ছা সত্ত্বেও,
নেভিকে মুখে গুজে,
ধোয়া ছেড়ে এখন সুখ!
সারা রাত কার্ড খেলে
লেম্পু খেয়ে -
লালচে রাত জাগা চোখ
নিয়ে ঘরে ফিরে এখন সুখ!
কোন এক সন্ধ্যায় রেল -লাইনে বসে
চা 'তে ঠোঁট লাগিয়ে ,
অনিশ্চিত ভবিষ্যতের কল্পনায়
বিভোর থাকাই এখন সুখ!
এ কেমন সুখ?
কাল ভেদে সুখ গুলো ভিন্ন!
এখন আমার প্রতি একক
সুখের মূল্য পাঁচ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।