সমকালীন ছড়া - কাঁদছে আরাকান
- ফয়েজ উল্লাহ রবি
নোবেল হাতে হাসছে সুচি
কাঁদছে আরাকান,
কেউ দেখেনা তাদের দুঃখ
তাঁরা মুসলমান।
মুসলিম হয়ে জন্ম নেয়া
যেন তাদের অপরাধ,
খাচ্ছে মার দিনেও রাতে
মিছে দিচ্ছে অপবাদ।
গৌতম যদি থাকতো বেঁচে
বলতো কি যে আজ,
“প্রাণী হত্যা মহাপাপ” ভুলে
নেই কি তোদের লাজ।
এই জমিনের স্রষ্টা যিনি
সবই দেখেন তিনি,
মানুষ মারার এই মিছিলে
এইকি ত্রিপিটকের বাণী?
২২ নভেম্বর ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।