অসহায় উম্মাদ
- এস.এম. আরিফ - মৃত্যু
কুন্তল ওর বড়এলোমেলো,
ঠেসান দিয়া গা,
বসিয়া ছিলো এক কামরার,
পাশে এক জানালা!
.
করিয়া প্রবেশ কক্ষে মোরা
বসলাম আসনে!
ছেলেটাও ছিল আরামে তাহাতে,
অল্প অল্প নিদ্রাতে!
.
বন্ধু আমার সজাগ করিতে,
আকর্ষণ করিল কান!
কিন্তু তাহার জ্ঞানখানি,
মনে হল অবচেতন!
.
হঠাৎ করি বালাখানা ওর
খুলিল মোর জ্ঞান!
থাম! থাম!! তোরা,
সময় দে মোরে !
বুঝতে ওর বাম!
.
হস্ত হতে খাবার নিয়ে,
দিতে না দিতেই প্রস্তাব!
ক্ষণিকেই সে মেনে নিল তা,
বুঝে গেলাম ওর স্বভাব!
.
কলা দুটো ওর হাতে দিতেই,
ল্যাঙ্গটা করিল তা,
তখন যে কতটা ভাল লেগেছিলো ,
বুঝাতে পারব না!
.
আবাল তাবল উত্তর তার,
পরিস্কার করিল জ্ঞান !
উচ্চারণ তার শুনতে ছিলাম,
কখনো অর্থ পাইলাম না উহার!
.
শান্তনা আজ দিলাম মনকে,
বললাম তুই থাম!
টাকা তো ব্যাটা সবারই থাকে,
কজনে বুঝে ওদের বাম!
.
তুমি যে খোদা মহান ! এবার,
ধন্য করিলে মোরে |
করে প্রশংসা এখন আর ,
করব না ছোট তরে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।