ছায়া
- এস.এম. আরিফ - মৃত্যু
.
কুয়াশাছন্ন অপরিচিত বন্ধুর পথে চলছি,
আমার দৃষ্টি পাশের পড়ে থাকা
কিছু বিছিন্ন কচুরি ফুল গুলোর দিকে,
যেন কেউ আমার পথের নির্দেশনা একেঁছে!
আমার চারপাশ কেমন যেন বিবর্ণ
রাস্তার প্রতি বাকেঁ পরিচিত গন্ধ!
আমি হেঁটেই চলছি !
কেউ আমার পিছু নিয়েছে,
ঘাড়ের পিঠে সুড়সুড়ি দিচ্ছে কেউ
সামনে অন্ধকার ঘন হতে শুরু করেছে!
.
সে আমার বামে ছিলো,
বোধয় সঙ্গ দিচ্ছিলো!
আমার অস্তিত্ব ঘন অধকারে বিলীন
আমার দম বন্ধ হয়ে আসছে
পথের শেষ প্রান্তে দাড়িয়ে!
.
আমার বোধদয় হচ্ছিলো না
আমি কী হারিয়ে গেছি ?
তীক্ষ্ম শব্দে মাথা ভো ভো করছে,
জিব্হা নিথর হয়ে যাচ্ছে,
পাশে কেউ আর্তনাদ করছে
আমি ছুটতে পারছিনা,
শিরা-উপশিরা জমে যাচ্ছে!
আমি পিছু ফিরলাম ,
আমার বামপাশের ছায়াটা
আগুনে ঝলসে যাচ্ছে!
হাত বাড়াতেই সে পিছনে হটলো
আমি এগুতে পাড়লাম না!
পরিচিত গন্ধটা হারিয়ে ফেললাম!
.
কোন এক আগুনের বদ্বীপে দাঁড়িয়ে
পাথরের তরির আগমনের কামনায় আমি!
আমি বাধ্য স্বার্থপর ! আর সে,
আমার উপর ভর করে স্বর্গে পৌঁছাচ্ছে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।