অশুর
- ফয়েজ উল্লাহ রবি

যুগে যুগে আসে ওরা হয়ে অশুর
সব নরকের কীট গায় একই সুর
তাদের ধর্ম নেই, নেই কোন জাতী
তারাই সেই সব দুষ্ট, শয়তানের নাতী।
দেশে-দেশে জাতীতে মরছে মানবতা
বিশ্ব আজ মৃক বধির মৃত প্রায় অন্ধতা।
বিচারের বাণী কাঁদে নীরবে একা-একা
সত্যের পাবে কী মানুষ, কভু কখন দেখা।
সেই সুন্দর সোনালী দিনের অপেক্ষায়
আমার কষ্টের দিন গুলো কেটে যায়।।

. রবিবার
১৩ অগ্রাহায়ণ ১৪২৩
২৭ নভেম্ব র২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।