মৃত্যু
- এস.এম. আরিফ - মৃত্যু
বুকের ভেতর কষ্টগুলো জমে যাচ্ছে,
রক্তের গতি শূন্য,
তাপমাত্রাও শূন্য,
তীব্র ব্যাথা অনুভূত হচ্ছে!
কবিতার ছব্দগুলো এলোমেলো হচ্ছে
ধমনী ফেটে যাওয়ার উপক্রম!
হার্ট বিট বেড়ে গেছে!
সব কিছুই মূল্যহীন লাগছে ,
ক্ষুধা, মন্দা, হতাশা ,দুঃখ ,ভয়
কোনকিছুরই ফারাক পাচ্ছি না!
আমার বোধয় মৃত্যু হচ্ছে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।