চিরন্তন মিথ্যা: ভালবাসা
- এস.এম. আরিফ - ধোঁয়া

নওকো তুমি গ্রহণযোগ্য ,
মনটাও না তোমার!
প্রকাশ হয়নি সঠিক স্থানে,
এ - উপযুক্ত নয় তোমার! .
ঘৃণিত তুমি হতেই পারো!
অথবা ঘৃণা কর!
সঠিকভাবে সঠিক স্থানে,
প্রকাশ নাহি হতে পার!
.
দেখছো তুমি আপন মনে
নিজের সুন্দর মন !
চেহারায় তা পড়ছে ঢাকা
ভেবে দেখতা এখন!
.
বারিতে তুমি বারিই ঢাল,
গোলের মধ্যে গোল!
না হলে যে দু 'য়ে মিলে ,
হয়ে যাবে জাল গোল!
.
ভালবাসাতে ভালবাসা রাখো,
প্রেমের উপর প্রেম!
ঘৃনায় তুমি ঘৃণিত হয়ে,
কেন করছো গেনোর গেন??
.
ঝেড় ফেলে দিয়ে রঙিন গগজ,
ধর বাস্তবতা!
জীবনটা নয় পানির মত ,
নয় এতো সস্তা!
.
অতীতকে তুমি ভুলে গেলে,
সামান্য ভালবাসায়!
কখনো কী পেয়েছো বলো?
সমতুল্য ঐ ভালবাসা? ?
.
পর্যন্ত আজ সুখেই ছিলে,
কাল কেন কাদবে?
উত্তরটা হলো ঘাটতি ছিলো,
তার চাওয়া পাওয়াতে!
.
ভালবাসা -নয় ভালবাসাকে,
ভালবাসা ভেবেছো!
তাই তো তুমি ছলনায় পড়ে,
চিরতরে কাদতেছো!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।