মায়াকান্না
- এস.এম. আরিফ - মৃত্যু

.
ভালবাসি জান তুমি
বলেছি বহুবার!
তাই ভেবে আখি অশ্রু,
ঝরাবে কত আর?
.
হয়তো ভাবো পাষাণ আমি,
তা যে সত্য নয়!
কখনো কী ভেবছ বল,
কেন বলি না আর?
.
মনটা দিয়ে দিয়েছি তোমায়,
সেই যে প্রথমবার!
ইচ্ছে হলেই নেব ফেরত,
বলেছি কী কোনবার?
.
অশ্রু তোমার রক্তক্ষরণ
হৃদয়টা আমার!
সহ্য কী তা হয় বল,
দিলে এত ব্যথা আর?
.
করতে আমি পারিনা প্রকাশ
বলতে চাইলেও কিছু!
পারিপার্শ্বিকতা ঘিরে ধরে মোরে ,
টেনে নিয়ে যায় পিছু!
.
দেখতে যদি হৃদয়টা আমার,
কাদতে ফুপিয়ে,বলতে তোমার
হৃদয়ে রক্ত গেছে বোধয় শুকিয়ে !
.
নেই ক্ষমতা ঘুচাতে তা
দেখবে কেমন করে?
বাহির হতেই দেখার ক্ষমতা,
বিধাতা দিয়ে দেন একজনকে!
.
বুঝার ক্ষমতা না থাকলে তোমার,
ঘুর না আশেপাশে!
ঝরিও না অশ্রু কারণহীনা
সীমাহীন নয় তার কাজ!
.
রেখ না পাশে আর
মায়াবী মুখটা তোমার
বুকে মের না ঢাল
যেতে দাও মোরে
মোহমায়া ছেড়ে!
ঝরিও না অশ্রু আর!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।