নিশ্চিত বর্তমান
- এস.এম. আরিফ - বাস্তব

.
তুই আজ ঘুমাস না,
ঘুমাইলে তো উঠবি না,
উঠলে তো জাগবি না
জাগতে চাইলে বুঝবি না!
বুঝতে চাইলে পারবি না,
.
সময় তখন পাবি না,
জ্ঞানীও তুই দেখবি না,
প্রশ্নও তুই করবি না,
উত্তরও সে দিবে না!
.
ভেবে এখন দেখ না!
আহামরি কিছুই না!
চিন্তে তুই করিস না!
.
তুই ব্যাটা হাসিস না,
তেড়া কথা বলিস না!
.
সময় মোটেও হাতে নাই,
যথাযথ কাজ চাই!
ভুল হলেও ক্ষতি নাই,
কিন্তু কঠোর -পরিশ্রম চাই!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।