অর্থপ্রতিবন্ধী
- এস.এম. আরিফ - বাস্তব
.
যখন আমি পায়নি আহার,
ভুকে মরেছি !
তখন এই জানোয়াররা
কোথায় ছিলো না জানি?
.
এখন তো বেশ আমি,
কাটছে দিন সুখে!
এখন আর মরতে হয় না,
ভুকে ধুকে ধুকে!
.
রজনীতে চুক্তি আমার
আলোতে কাজ,
শেষ হলেই কার্য আমার
টাকা পাই কুড়ি -বাইশ!
.
শিখে গেছি মরতে আর
গেছি শিখে মারতে !
এখন আর মরতে হয় না
ভুকে ধুকে ধুকে!
.
দুঃখ আর কোন নাই,
প্রশ্ন আমার একটাই,
হেই সৃজনকারী........
কোন ভুল কী ছিলো,
আমার জম্নদাত্রী নারীর!
.
জানি তুমি নির্বাক,
হয়ে প্রশ্নবিদ্ধ!
তাই এখন আমিওও নির্বাক
আর বুকে ঠেলে পাথর,
করছি তোমার সৃষ্টিকে পুরাপুরি নিথর!
.
ভেবো না তোমরা আাময়
করও প্রতিদ্বন্দ্বী!
কপাল আমার মন্দ কারণ
আমি ছিলাম এক অর্থ_প্রতিবন্ধী!
.
যৌবন এখন আমার, পরিপূর্ণ!
তাই জানি মানছি না কোন বাধা,
ভেঙ্গে চূড়ে করছি সব চূর্ণ -বিচূর্ণ!
.
জানি আমি থাকব না ,
এমন চিরকাল!
বার্ধক্য দিবে বাধা,
ছাড়তেও হবে হাল!
.
তাই আমি বলতে চাই ,
দেশপ্রেমিকের কাছে
দেশটাকে বাচাতে হলে
মনুষ্য সেবা আগে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।