প্রতিযোগিতার সমাধান
- এস.এম. আরিফ - বাস্তব
.
তৃপ্তির জন্য অতৃপ্তি করব কত গ্রহণ?
আমরা তো বড়ই জিদি
করছি অবলোকন!
জীবন ভরই করলাম তাই
দেখলামও কম না!
লক্ষ্য শুধু একটাই থাকে
পিছু ফিরলাম না!
.
কিন্তু কী ভাই এটা ছাড়া
পথ নেই অন্য কোন?
যে রাস্তাতে প্রতিযোগিতা ছাড়াই
সাফল্য হেটে আসে?
যদি কখনো এই বুদ্ধিটা
আসতো কারও আগে
সহানুভূতি দেখতাম কত
এই জগৎটা ভরে!
.
চায় না কেউ গুনতে কাউকে
দেয় না কারও মূল্য
এইজন্যই ব্যস্ত সবাই
নিয়ে কাজ ভিন্ন ভিন্ন!
.
বলছি আমি বাস্তবতা
শুনলে হাসতে পারেন,
এমন যুগ তো হবেনা কখনও
ভাবলেও ভাবতে পারেন!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।