বহুরূপী
- এস.এম. আরিফ - বাস্তব

.
আমি করিতে অক্ষম যাচাই
তোমারই আপন বিশেষণ!
কখন না পারি গো
করিতে তাহা উল্লেখ্য!
.
দেখছি অনেক পার তুমি
আমি অবুঝ, কখনো পারিব ?
তোমার কার্য, তোমার গুণ
সাধন করার রূপ বুঝিতে |
.
ধ্যানী জ্ঞানী সবই তারা
হইল বিফল!
আমি কেবল ছোট্ট বালু
এই সাহারার!
.
দুধে যারা ঢালে পানি
পয়সা নিয়ে টানাটানি
করে হাসিল কাম!
তারাও বোদয় বুঝবে না
কী তোমার বাম?
.
বুঝিলে তোমায় আমি
যদি বুঝি দুনিয়া!
করিলে সাধন এমন
বাচি কী করিয়া!
.
দোষ নয় তোমার উহা,
দিলে বিধাতা!
হয়তো অস্ত্র এটাই তোমার
ঘায়েল করে যাহা !
.
হাসান, রোমিও আরো আছে যত.
কষ্ট তুমি বুঝ না?
নাই কী তা তোমার?
বাকা ঠোঁটে হাসি হাসলে
বয়ে যায় ঝড়!
.
পানি পথে দেখা যায়
কেমন তুমি!
আদম যে ফল খায়
কারণও তুমিই!
.
তোমার কারণে তুমিই তুমি,
তাই তোমার বিশেষণ হয় বহুরূপী!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।