অভিমানী
- এস.এম. আরিফ - ধোঁয়া
আজকে কী নভোমণ্ডলের হারিকেন
আমার সাথে অভিমানী ?
আজকে কী আমার সাথে মিশেমিছি
করছে তাঁর মন কানাকানি?
.
আজ সেই গোধূলি লগ্নেই
আমার আখি ছিলো তার প্রতি!
কিন্তু কই সে, প্রতিদিনের ন্যায় আজ
সে তো আসেনি ! কেন তবে একি অভিমান?
.
আজ আমি তার প্রহর গুনছি
জানি না আজ সে আসবে কী না
আজ সে হাসবে কী না, সে বলবে কী না?
এই এখনো তুমি এখানেই?
.
আজকে সে হয়তো ঘুমিয়ে গেছে
সে রয়েছে ডুবে আরও সুখে !
প্রতিনিয়তও যা পায় আমার কাছে!
.
দেখুন না কত নিশিথ কাটাব একা
লাগছে না আর ভাল
কখন সে আসবে এখানে
লাগবে তাকে ভাল!
.
অভিমানী তুমি হয়তো ভুল গেলে আমায়
আমি কী তাই ভুলব বল অভিমানী তোমায়?
আমি থাকি আমার স্থানে না লাগলোও ভাল
কিন্তু আমার ইচ্ছে সদাই বাসতে তোমায় ভাল!
........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।