একরোখা প্রেমিক
- এস.এম. আরিফ - ধোঁয়া

সহস্র আশা বুকে নিয়ে ,
ঝড় ঝান্ঞা পাড়ি দিয়ে,
হাজার হাজার স্বপ্ন জমিয়ে,
তোমার কাছে আসা!
.
এর মাঝেই বুকের মাঝে,
জোমাট বাধল -তোমার জন্য,
এক টুকরো আবেগী ভালবাসা! !
.
ধূর্জটি আর সাইক্লোন বল,
বল যতই তোপ,
প্রস্তুত ছিলাম গুড়িয়ে দিতে,
শত কোটি লোক !!!
.
প্রশ্বাস টুকু অতীতে করে,
নিশ্বাস বেধে তোমার আচলে,
যাচ্ছি চলে আজ |
তাই বলে ভেবো নাকো,
ক্ষণিক পরে তোমাবিনে ফেলব দীর্ঘশ্বাস!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।