প্রগাঢ় ভাষ্য
- এস.এম. আরিফ - ভাষ্য

.
ভিতর আমার শূন্য,
হতে চাচ্ছি আমি ধন্য!
ফলাতে চাই সোনা,
না বুঝে বুনছি বুনা!
.
হস্ত আমার রিক্ত,
দানে আমি ভিন্ন!
আখি আমার শূন্য,
চাইছি করতে অশ্রুতে পরিপূর্ণ!
.
লালা আমার নাই,
পেটকে বাচাতে চাই!
নাকে শূন্য নাসিক্যতা,
ফুসফুস চায় পরিপূর্ণতা!
.
পাপে ওরা পূর্ণ,
খুজছি বেহেস্তপথ অন্য!
দম যায় যায় ভাব,
আরগ্য করা আমার স্বভাব!
.
ধূর ধূর করো তোমরা,
হতে পারি আমি নোংরা-
তবে কবিতা যে মোর নয়,
পবিত্রতা বজায় রেখেই,
মানব সেবা করতে চাই!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।