আমি বাংলাদেশ,আমি গর্বিত বাঙালি
- মোঃ হাসানুল হক বান্না - কল্পনা কাব্য ২৬-০৪-২০২৪

আমি উচ্চস্বরচ সর্বাঙ্গে গেয়ে উঠা অহংকারিনী,আমি বিশ্বের বুকে বিস্মিত গর্বিত বাঙালি।
আমি ফুটপাতের উপর মোমের দগ্ধে পড়ে থাকা অসহায়
মানবী;সাহায্যের আদল চাইলে-
মাটিতে ফেলে দেওয়া কিংবা হিংস্র মানব-পশুদের জৈবিক চাহিদা মিটানো কোন কামিনী,
অতঃপর লোক মুখে বলে বেড়ানো নামিদামি ললনা এমন বড় কোন প্রতিষ্ঠানের দেহ ব্যবসায়ী।
আমি স্কুল-কলেজে আবেগ ধ্বনিত গেয় উচ্চস্বরে জাতীয় সংগীত অথবা গর্বিত শপথ বাক্য পাঠ;
একটু পড়ে ভুলে যাই সব নষ্ট করে দেশের সম্পদ,কোথায় সংগীত কোথায় শপথ আমি দেশপ্রেমিক।
আমি স্বাধীন দেশের পরাধীন বাঙ্গালি,আমি গর্বিত বাঙালি;আমি বাসে ধর্ষিতা মাজেদা-বাংলার অহংকারি
উচ্চস্বরে গর্ব করে যাওয়া আমি এক জননী-
ছেলের সামনে ধর্ষিতা মা;বুক ফুলে বলে উঠা আমি বাঙালি।
আমি তো সাত বীর নই ফলস্বরূপ পুরুষ থেকে কাপুরুষ হয়েছি,তবুও আমি গর্বে গাওয়া গর্বিত বাঙালি,
আমি তনু,মিতু,আফসানা আরও অনেক;আমি অন্য দেশের নই আমি গর্বিত বাংলার অনন্য বাঙালি,
আমি সত্য বলা এক নির্ভীক বাঙালি অতঃপর সত্য বলেছি বলে গুম হয়ে যাওয়া এই স্বাধীন একজন আইন!
আমি ব্লগে লিখিত নামধারী অনেক কম্পিত সুরের বাঁশি,আমি বোধন বাঁশি বাজাব জাগাবো বলে বীরের জাতি।
মাথায় টুপি পরেছি বলে লোকমুখে আমি জঙ্গি,মসজিদ-মাদ্রাসায়;দোষ করিনি তবুও আমি জঙ্গি-সন্ত্রাসী,
মানুষ রুপি জানোয়ার আমিঃ-স্বামী ও গর্বিত শ্বশুর;মায়ের গর্ভে নবজাতক মৃত্যু শিশু আমি,গর্বিত আমি।
তিলে তিলে গড়ে উঠেছি,অগ্নির প্রলয় শিখার থেকে,বাঁশের কেল্লার কাল জয়ীগান থেকে,
কিন্তু পরিবিশেষে হয়ে উঠেছি মীর জাফর আর ঘষেটি বেগম হয়ে,আমি আমার হৃদয় কে দুষিত করে হয়েছি এক ইংরেজ বণিক।
সত্যের জন্য আমি গুমধারি মিথ্যার জন্য আমি নামধারী পুরষ্কৃত বাঙালি,আমি গর্বিত বাঙ্গালির গর্বিত অর্ধাঙ্গী?
সরকারি ভবনের উন্নতি আমি যেথায় রডের বদলে নতুন বিজ্ঞানীর উম্মচিত বাঁশে ব্যবহৃত বাড়ি,
গর্ব সেথায় শিক্ষিত হয়েও মূর্খতার আঁচলে বাঁধা আমি এক বীর বাঙালি,
মূর্খের মতো মনুষ্যহীন পশু সুলভ মানব আমি,দেশের মূমুর্ষ অবস্থায় আমি প্রতিটি গায়কের কণ্ঠে ভালবাসার গান,
জাগ্রত কণ্ঠ নই আবেগাপ্লুত প্রণয়ী সে ধ্বনি।
আমি বাঙালি বলে আজো গেয়ে যাই আমি পারব পেরোতে,দেখাব বিশ্বকে আমি অবাক এক বাঙালি প্রণয়ী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।