অন্তরাল
- ফয়েজ উল্লাহ রবি
কারণ ছাড়াই যানজট এই শহরে
নিত্য দিনের আহার যেমন
তেমন করেই চলছে অনিয়ম।
নিয়মের পুস্তকের লেখা, আজ-কাল বদলে গেছে
অনিয়মই যেন চলছে জীবনের নিয়মে।
এতো ব্যবধান মানুষের মানুষ দূরত্ব
কোথাও কোন, কথা কাজে হয় না একত্ব।
কেন এতো হাহাকার নেই তার জবাব
কোথায় পাব একটু মিলনের মধু
দূর করে দেব এই সব অন্তরাল।
.
১৫ অগ্রাহায়ণ ১৪২৩
৩০ নভেম্বর ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।