বিজয়ের ৪৫ বছর
- ফয়েজ উল্লাহ রবি

বিজয়ের ৪৫ বছর হয়নি সত্যিকারের বিজয়
আজও রাস্তার পাশে কাঁদে অবুঝ শিশু
অনাহারে কাটায় বেলা গ্রামের কৃষক।
স্কুল ফেরত বাচ্ছাটা সদা কাঁদে, ব্যাগ রেখে পাশে
সমবয়সী সবাই স্কুল যাচ্ছে আর ওহ!!
শিশু তার জীবিকার জন্য লড়াই, স্কুল যাবার সময় নাই।
বস্তির সেই রহিমাটি, দু’বেলা খাবারের খোঁজে ক্লান্ত আজি
রাস্তার দু’পাশে হাত পেতে দাঁড়িয়ে,
দু’পায়ে জড়িয়ে হাজার কাকুতি “মামা পাঁচটা টেকা দেন”।
"৪৫ বছরে বদলেনি ভাগ্য তাদের, স্বাধীনতার স্বপ্ন যাদের,
সেই মুক্তিযোদ্ধা ভাতে মরে। দেশপ্রেমিক(?) মহাজন অট্টালিকা গড়ে!"
মানুষ আগের চেয়ে ভাল আছে ফেসবুক টুইটারে নাচে
আধুনিকতায় দেশ অনেক এগিয়ে, ব্যবধান শুধু ‘ধনী-গরীবে’।

​বৃহস্পতিবার
০১ ডিসেম্বর ২০১৬
১৭ অগ্রহায়ণ ১৪২৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।