চোখের নদী
- ফয়েজ উল্লাহ রবি
কখন ফুড়ায় না আঁখি জল
তাই তো চোখ করে ছল-ছল
এক সাগর নয় হাজার সাগর
জলের বাস চোখের ভেতর।
অঝোর জল করে টলমল
বুকের মাঝে উঠে ঢেউ,
হাসি মুখ দেখছে সবাই
দুঃখ নদী দেখেনাতো কেউ।
০১।১২।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।