কুরবান
- ফয়েজ উল্লাহ রবি
বছর ঘুরে ফিরে এলো কোরবানি-ই ঈদ
মনের পশু জবাই করো, সুন্দর করো হৃদ।
জবাই করা পশুর গোস্ত, করো তিন ভাগেতে ভাগ
গরীব দুঃখি সবাই পায় যেন গো সমান খুশির ভাগ।
একটি অংশ পাবে যে - তোমার আত্মীয় স্বজন
এই আত্মীর হক, অটুট থাকবে ভালবাসার বন্ধন।
রেখোনা গোস্ত মাস কয়েক ডিফ ফ্রিজে সাজিয়ে
আনন্দের সাথে খাও সবাইকে নিয়ে মোহ ছাড়িয়ে।
খুশি থাক নিজে, খুশি করো একমাত্র আল্লাহ্কে
বড়াই করে বড় পশু জবাই দিলে, না দেখাও সমাজকে।
দানের মহিমায় সাজাও সংসার, হত্যা করো মনের রিপুকে
না হয় তোমার এই সব দান, আসবেনা কোন কাজে আখেরাতে।
শুধু পশু নয়, জবাই করো মনের যতো ঘ্রাণি
তবেই স্বার্থক তুমি হলে মনের পশুর জবাই,
এই তো কুরআনের অমর বাণী।
ইদ ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।