স্বর্গরূপী বাংলা
- এস.এম. আরিফ - স্বদেশ

প্রখর রোদে চারপাশ খাঁ খাঁ করছিলো,
তোমার বুকের অমৃত পান করছিলাম
তখনই তোমার প্রেমে পড়েছিলাম!
.
রিমিঝিমি শব্দে ছাউনিটা কাপছিলো,
বাজছিলো মনে রিনিঝিনি সুর,
প্রবল তান্ডবের আওয়াজ শুনছিলাম,
গন্ধে মন ভরে যাচ্ছিলো পাকা ফলের,
তখনই তোমার প্রেমে পড়েছিলাম!
.
শুভ্র মেঘমালার সমাহারে
অপ্সরির ধবধবে পাখার
কোন এক একক পালক
যখন উড়ে এসে বুকে বসেছিলো
তখনই তোমার প্রেমে পড়েছিলাম!
.
কৃষাণ কৃষাণীর ব্যস্ততা দেখেছিলাম
শত ব্যস্ততার পর তাদের ঘামের প্রতিদানে
যখন তাদের মুখে মিষ্টি পিঠার ঘ্রাণ পেয়েছিলাম!
তখনই তোমার প্রেমে পড়েছিলাম!
.
চলনবিলের পাশে যখন কাথা মুড়ি দিয়ে
বাউল গান শুনছিলাম,
খেজুর রসে মন ভরিয়েছিলাম,
ভাপা পিঠার গন্ধে যখন ঘুম ভেঙ্গেছিলো,
তখনই তোমার প্রেমে পড়েছিলাম!
.
নব পত্র বৃক্ষে দেখে
বুকে যখন আশা জেগেছিলো,
পরপুষ্টের গানে আমি ধন্য হয়েছিলাম,
চারদিকে সবুজের সমারহ দেখে
তোমাকে ভালোবেসে ছিলাম !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।