বিরক্ত ঈশ্বর বাতাস হলেন
- নাহিদ সরদার
বিরক্ত ঈশ্বর বাতাস হলেন
মো: নাহিদ সরদার
ইতমধ্যে দুটি লাশ
একটা বাবার আরেকটা ছেলে
মানবতার ছিন্ন মানচিত্র
মায়ানমারের উঠোনে বিছানো
মেয়েটার অার্তনাদে বিরক্ত বাতাস কান চেপে চুপ
কে একজন কাঁদতে কাঁদতে এসে বললো
মেয়েটিকে মোরোনা
সম্ভবত ওটা মা ছিলেন,
মেয়ের সামনেই মাকে ধর্ষণ করা হলো
এবার সমস্বরে চিৎকার বাঁচাও
শব্দটা ত্রিশূল হয়ে বিঁধে গেল আরশে আকাশ
বিরক্ত ঈশ্বর বাতাস হলেন কান চেপে।
মুসলমানেরা বলে গেল,
ওদের হাতেই এদের মৃত্যু লেখা ছিল,
বাকি সব মুখটিপে হাসে যেন মজার কার্টুন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।