চলো স্বপ্ন দেখি
- নাহিদ সরদার

চলো স্বপ্ন দেখি
মো: নাহিদ সরদার।

একটা বাড়ি বানাও
দুঃখিনী মায়ের সাদা শাঁড়িতে গড়িও তার ছাদ
বিনিময়ে দিও তাঁতের রঙিন শাড়ি,
ভেনসির সাদা ক্যানভাসে দেয়াল বানিয়ে নিও
শান্তিময় সবুজ রঙে এঁকে দিও
সবুজ পৃথিবী দেয়ালে
তবে সাবধান-লাল আঁকবেনা যেন
কারণ,এ বিশ্ববাসী রক্ত চিনে ফেলেছে
সবুজ চেনেনা মোটেও।
ঘরের রূপালি তাকে রেখে দিও
তোমার সোনালি দিন,
যেটা সৃষ্টি করে দেবে তোমার ভালত্ব
পালঙ্কটা অবশ্যই মাটির করেই নিও
মাটির উপর রাতকাটালে মানুষ চেনা যায়।
রত্নভাণ্ডারে রাখিও
ভিখারির তালা বাটি বস্তা
বিনিময়ে তাঁদেরকে দিও
কোঁদাল হাতুড়ি কাস্তে।
বেলকনিতে অবশ্যই রাখবে একটা নীল ফুলের গাছ
নীল রঙ মহত্ত্ব জোগায়,
হাজারো প্রেমিক ফুলে একটা তোরণ তুলো
সকল ভাষায় লিখে দিও তাতে
চল সবাই মানুষ হয়ে উঠি।
আর হ্যাঁ
তোরণের ডান পাশে তোমার মূর্তিটা দাঁড়ায়ে দিও
দেখে নিও তোমার বাড়িটাই হবে
পৃথিবীর নতুন অষ্টমাচার্য,
আর তুমি হয়ে যাবে শান্তির মডেল,
এবার চলোতো এমন একটা স্বপ্ন দেখি।
০৩/১২/২০১৬ ইং
শনিবার, রাত ৯: ৪১ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।