কালো কালো মেঘ জমেছে
- অরুণ কারফা
কালো কালো মেঘ জমেছে
আকাশে নেই তারা
আমার সোনার স্বপ্ন গুলো
করল চুরি কারা?
সিন্দুকেতে আসল গুলো
বন্ধ তালা মারা
বুক ফুলিয়ে নকল নিয়ে
ঘুরছে বেচারারা।
তাই তারা দোরে কাঁদে গুমরে
একটু সুখের তরে
ইন্দু যে নেই আকাশেতে
সিন্ধু রুখতে পারে।
অশ্রু ঝরে চিক চিক ক’রে
নকল সোনার মত
আসল হলে স্বপ্ন গুলো
হাটে বিকিয়ে যেত।
এবার বলি আসল গুলো
শিউলি ঝরে পড়া
ফুলের মত সোনা রোদে
শরতে দেয় ধরা।
(এই কবিতার প্রথম স্তবকটা আমার বন্ধুকবি সুদীপ তন্তুবায়ের লেখা)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।