ভুল ইতিহাস
- ফয়েজ উল্লাহ রবি

আজকের শিশু জানেনা সত্যিকারে
স্বাধীনতার ইতিহাস,
দিনে দিনে প্রকাশ পাচ্ছে কাজে-কর্মে
গোপন হচ্ছে ফাঁস।
স্বাধীনের ৪৫ বছর, সঠিক যাইনি জানা
কে স্বাধীনতার আসল ঘোষক,
দু’এক সরকার ছাড়া বাকী সবাইতো
ছিল শাসকের নামে শোষক।
জন্মের ইতিহাসে কেন গো বঙ্গজননী
হচ্ছে এতো ব্যবধান,
সাত কোটি বাঙ্গালীর কিছু সংখ্যাক ছাড়া
বাকী সবার ছিল অবধান।

.
০৬।১২।২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।