দয়াময়
- ফয়েজ উল্লাহ রবি
দিবা-নিশি ডাকছি তোমায়
রহীম রাহমান্
ক্ষমা করো ভুল যতো, রেখ
করুণা বহমান।
তুমি যে দয়ার সাগর
ওগো দয়াময়,
ডেকে তোমায় হয়নি
কভু কারও ক্ষয়।
এই জমিনের মালিক তুমি
তুমিই সর্বময়,
চলে সব তোমার ইশারায়
তোমারই জয়।
তুমি মাঝে অপার শক্তি
তুমি মহা করুনাময়,
ধ্বংস হবে বিশ্ব জাহান
তোমার হবেনা ক্ষয়।
.
০৯।১২।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।