ব্যবধান-৩
- ফয়েজ উল্লাহ রবি
উন্নত বিশ্ব চলে --
এক নীতিতে রোজ,
আমার নেতা ঘুমিয়ে থাকে
নেয় না জনতার খোঁজ।
ওদের প্রীতি ওদের নীতি
হয় না বেশি চেইঞ্জ,
আমাদেরই বড়-বড় কথা
যদিও নেই রেইঞ্জ।
নীতির বাণী ওদের মানায়
আছে ওদের নীতি,
ভুলে যায় আমার নেতা
করে স্বজনপ্রীতি।
১১।১১।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।