অমর হোক, আমার চোখ
- মাহাবুব আলম

মেয়েটির;
ঠোট গলা হাসি ঝরে পড়ে,
এই আধুনিক শহরের কিনারে কিনারে ।
মানুষেরা কুড়িয়ে নিয়ে সঞ্চয় করে,
আগলে রাখে দিনের পর দিন ।
সাদা-কালো আবেগে মোড়ানো মৃন্ময়ী হাসি!
আমরা এপাড়ার বজরায় বসে দেখে দেখে বড় হই,
উল্লাসে মাতি গোধূলীর মত ক্ষীণ আঁধারের বেলায় ।
আমরা যাইনা কাছ থেকে তাকে দেখতে,
আমরা ছুঁইনা তার গলিত হাসির পরতে পরতে,
আমরা বিশ্বাসী নই দিব্য রবির নব্য আলোর ।
দূরবীন ধরে দূরের জিনিসই কাছে আসে,
আবার নিমেষে আরো ক্রোশ ক্রোশ দূরত্ব বাড়ে ।
এ বজরার আমরা মনে প্রাণে দূরবীন হয়ে বেঁচে আছি,
তাই মেয়েটির অভিমানী হ্যামলক আমার উপহার হলো শেষে,
বোধ হয়ে পান করি নিয়েছি আজ এপাড়াতে এসে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।