অধরা স্বপ্ন
- ফয়েজ উল্লাহ রবি
পথ চেয়ে আছি সেই কবে থেকে
গৌধুলী বেলা ফেরিয়ে সন্ধ্যার আগমন,
পাখি সব ঘরে ফিরে, রাখাল মাঠ ছাড়ে
সন্ধ্যার সব আয়োজন, বাতি নিভে আঁধার
ধূপ জ্বলা রাত, হালকা বাতাসে চুল উড়ে
ঝিঁঝিঁ পোকার দল এক হয়ে মিছেলে
সবাই তার ঘরে ফেরে আপনায়।
অথচ, আমি একা পথ চেয়ে রই !!
সেই কবে - ছোঁয়ে দিলে হৃদয় ভূমি
তারপর আর কেন দেখা দাওনি তুমি,
কোথায় আছ কেমন আছ, জানাবে কি
তুমি ছাড়া এতো দিন ভাল থাকিনি।
তোমার শূন্যতায় হৃদয় কাঁদে রোজ
ও পাষাণী একবারও রাখনি খোঁজ।
এতোটা নিঠুর কেমন করে হলে -
একবারও ভাবলেনা গেলে চলে।
১৫।১২।২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
১৫-১২-২০১৬ ১৯:০৬ মিঃ
অধরা স্বপ্ন কবিতাটি পাঠ করলাম।
ব্যথিত হৃদয় নিয়েও কবি স্বপ্ন দেখেন।
সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায়।
জীবন টা যদি স্বপ্ন হয়
তবে গাছে গাছে
ফুল ফোটে কেন?
ভালবাসা যদি মিথ্যে হয়,
তাহলে মানুষ ভালবাসার
আগুনে কেন ঝাঁপ দেয়?
এটাই জিজ্ঞাসা !!!

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।