ভুল ভালোবাসা
- হোসাইন মুহম্মদ কবির

ছন্দহীন কাব্যকথা,ক্ষতবিক্ষত হৃদয়,
কোথাও নেইত লেখা,পরে আছে কলম,ছেঁড়া খাতা,
আমি বিক্রি করেছি,সস্তাদরে নিজ
স্বাধীনতা।
আমি বন্দী হয়েছি,ভুল ভালবাসার
মিছে মায়া বন্ধনে,
নিজ হাতে হত্যা করেছি,আমার সকল চাওয়া পাওয়া,সুর ছন্দ স্বপ্ন আশা,উন্মুক্ত রঙিন জীবন।
আমি নিজে'ই প্রতারণা করেছি,
নিজের সাথে,বহুবার,ললনার ছলনায়,বিলীন করেছি এ মন,
ক্ষণিক সুখে তৃপ্তির প্লাবনে।
সব'ই ছিলো আমার,ভুল ভালবাসা,
নিজেকে হারাই বারবার,স্বার্থ লোভে
ন্যায় অন্যায় ভুলে।প্রতিনিয়ত লিপ্ত হই,অমৃতরসে তৃষ্ণা মেটাবার চেষ্টা,গভীর অন্ধকারে।এ সমাজের চোখে ধুলো দিয়ে,সাধু রূপী পুরুষ সাজি, দিনের আলোতে।
ভুল ভালোবাসার মোহে পরে,নষ্ট করেছি বিবেক,যৌবনভার বইতে অক্ষম,তাই নিমিষে অন্য কে দিয়েছি সপে,পাপের অগ্নি কুণ্ডে,নিক্ষেপ করেছি দেহ,ভুল ভালোবাসায়।

২৬/১১/২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।