লেজে লাল রঙের অপরাধ
- আরিফ শামসুল
অচেনা মুখশ্রীর সাথে চলতে লাগে না মুখোশ
তিতিরের সাথে আমার জমে―
বনের আবেগই স্মৃতিময় করে
দ্বিতীয় আগুন শরীর সয় না
ঘাস-বান্ধবীরা উপবন হবার যুগেও
ফিরে গেছি কাছিমের দেশে।
পথ পেরোবার দ্বিরুক্তি দ্বিচোখ ঝাপসা করে
সূর্য এখনও একই কালার কোড মেনে ঘুমায়
শৈশবের ভোর থেকে কিছু রাগ
ফিরে আসে নতুন বাজারে
গতরাতের খাবার নবায়ন হয়ে গেছে।
বিড়ালে রূপান্তরিত বাঘের চেয়ে
আর কে বা ক্ষুধা বেশি বোঝে!
কাগজের দশ নৌকো পর পর ডুবে যাবার পর
আমিই হব সওদাগরের ডানপা
তখনও শিশুসহ জলপরীদের খোঁজ তো কেউ নেবে না
আলুর বস্তা পিঠেই অবশেষে অভ্যস্থ হবে পৃথিবীতে
পিঁপড়েয় কামড়ে দেয়া চোখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।