২২শের জীবন
- এষা রায়

একুশটি শীত কাটলো সুখে দুঃখে
প্রেম ও অপ্রেমের পথ দিয়ে পাড়ি ,
২২দাঁড়িয়ে কড়া নাড়ে সম্মুখে।

একুশটি বার ঘুরলো বর্ষচক্র ,
জীবনপথ সহজ নয় আজ বুঝি
পদে পদে কত জটিল ও বক্র!

একুশে সব প্রতিবাদ মাথা তোলে,
প্রতিনিয়ত ঘটে ভাবনার ভাংচুর
হৃদয় ও মগজের দোলাচলে।

একুশ পেরিয়ে এলেম বলে তবে
প্রতিবাদ কি যাবে সব হারিয়ে
যত কথা ছিল জমা রবে কি নিরবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-১২-২০১৮ ০৩:৩৫ মিঃ

ভাবনায় ফেলে দেয়ার মতো কবিতা