দূরত্ব বেড়েছে মনের
- নাহিদ সরদার
দূরত্ব বেড়েছে মনের
মো : নাহিদ সরদার
দোতালা রঙচটা বাড়িটার শোভা বাড়িয়েছে যে
সে একটা সাজানো গোছানো মেয়ে ছিল
কার্পণ্য হীনা নিখুঁত তৈরি যেন ঈশ্বরের
পড়ন্ত এক বিকেলে বেলকনির পাশে থাকা
প্রজাপতি মেয়ে
উড়ে এসে বসে ছেলেটার হাতে
অতঃপর অকারণে যাতায়াত নিত্য বাড়ির আশপাশ
একপলক দেখতে ছেলের কতসব বাহানা
টুকিটাকি উপকার সাজাতে রয়েছে ব্যস্ত
প্রিয় মানুষটির একটু সান্নিধ্য পাবার
অপরিচিত বড়িটা পরিচিত হলো অনায়াসে
দুমাস পনের দিন পরে বাড়ির দূরত্ব বেড়ে হল বিশ কি:মি
একে একে পনেরটা বাড়ি পরিবর্তন করেছে ভাড়াটে মেয়ে
তবুও ছেলেটার যাতায়াত কমেনি-বেড়েছে দ্বিগুণ।
এবার মেয়েটা এসেছে সামনে সিঁথিতে সিঁদুর
ঠিক একঘর সামনে ছেলেটার
দূরত্ব কমেছে আজ সে পিচঢালা পথের
অথচ দূরত্ব বেড়েছে তার মনের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।