দেশের নামে নইতো আমি আমার নামে দেশ
- নাহিদ সরদার

দেশের নামে নইতো আমি আমার নামেই দেশ
মো: নাহিদ সরদার

আহা! কি সাদামাটা ছিল তোমার আগমন
দর্শকবৃন্দ দূরে থাক মঞ্চটাও বুঝোনি তুমি এলে
ভণিতা হীনা তোমার বলা হৃদয় কেড়েছে
একেকটা শব্দ তোমার ত্রিশূল হয়ে বিঁধেছে অন্তর
ভাবনার আকাশে যে সুর নিত্য ভাসে
তাতে মা মাটি দেশের কথা আছে সেটা বুৃঝতে পেরেছি বেশ,
তোমার চোখেতে দেখব এবার দেশ।
আমিও দেখেছি তোমার মতো
একাটা আমির জন্য চেয়ে থাকে বারোটা ভ্যানের বারোজন চালক
তবে দেশভরা আহাকার চাহনিতে ওদের বুঝিনি সেটা,
তুমিতো বুঝেছো সবি,
তাই হয়তোবা বলে গেলে এদেশের উন্নতি কই?
বিভূতি, তোমার মতো ভবঘুরে হতে চাই আমি
পাজারু চড়া সামর্থ্য থাকে সত্তেও
ধূলিময় পথ হেটে হেটে দেখতে চাই বাংলাদেশী দুঃখ
দেশের প্রতিটি মানুষকে তোমার মতো করে বলতে চাই
দেশের নামে নইতো আমি আমার নামেই দেশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।