বর্ষা ও বৃষ্টি
- আমানত উল্লাহ সোহান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ব্যাঙের ছাতা বয়ে,
ঝ্ ঝমা ঝম্ বৃষ্টি দেখে
ভয় পেয়েছে নেয়ে।
বৃষ্টিন পড়ে সকাল দুপুর
মিষ্টি মধুর ছন্দে,
মন বসেনা পড়া-লেখায়
কদম ফুলের গন্ধে।
জুন,২০১১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।