খাদক দাদা
- আমানত উল্লাহ সোহান
খাদক দাদা মহা খাদক
যা-ই পায় তা খায়,
এ খেয়ে কয় ক্ষণিক বাদে
আর কোথারে হায়!
খাদক দাদা মহা খাদক
পাহাড় উঁচা পেট,
নাক ডাকিলে হয়যে মনে
ডুকছে নাকে রেট।
খাদক দাদা মহা খাদক
চলে যে হেলে-দুলে,
এ খেয়ে কয় ক্ষনিক বাদে
সব গিয়েছি ভূলে।
খাদাক দাদা মহা খাদক
ইষ্টিডিয়াম টাক,
পাড়ার লোকে দেখলে পড়ে
হাসা-হাসির হাঁক।
জুন,২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।